শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 07:26 pm
সময়টা ভালো যাচ্ছে না শ্রুতি হাসনের। মাঝেমধ্যেই গুজবের শিকার হচ্ছেন অভিনেত্রী! এবারও তাই হল। হয়েছিল জ্বর। রটে গেলো অন্য কিছু।
তেলুগু ‘ওয়াল্টেয়ার ভিরায়া’ ছবিটির একটি অনুষ্ঠান ছিল। নিজের ছবির অনুষ্ঠানে শ্রুতির অনুপস্থিতি তৈরি করেছে বিতর্ক। অনুষ্ঠানে কেন এলেন না কমল হাসনের কন্যা? সেই নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। এই নিয়ে অনেকের মন্তব্য ছিল, মানসিক কোনও সমস্যার জন্যই নাকি শ্রুতিকে দেখা যায়নি। আর এই বক্তব্যেই বেজায় চটেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিলেন শ্রুতি। তিনি লেখেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল খবর রটানো নতুন নয়। তবে আমি সব সময়ই মানসিক সুস্বাস্থ্যের দিকে জোর দিই। তার অন্যথা হবে না কখনও। কিন্তু যারা এই নিয়ে মিথ্যে রটাচ্ছেন তাদের জানিয়ে রাখি, আমার জ্বর হয়েছিল। আর তেমন কিছু হয়নি।”