শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 04:36 pm
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও ভোটে জেতার আশ্বাস না পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অশুভ খেলায় মেতে উঠেছে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশে আবারও ওয়ান/ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।
তিনি বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। তবে আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনার চেষ্টা করলে আমরা চুপ করে বসে থাকবো না। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছি, তাদের কাছে আমাদের দায় আছে।