শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 07:40 pm
জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি'র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার করমু ডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও তিলনী স্বরলি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫ শতাধিক শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিক উপ-কমটির সদস্য ত্রিশূল সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মন্ত্রী কন্যা প্রকৌশলী তৃনা মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা প্রমুখ সহ ইউপি সদস্যগণ,পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার এমপির নিজ তহবিল হতে উপজেলার সকল মসজিদের ইমাম মোয়াজ্জেম সহ ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।