শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 01:49 pm
শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জুনিয়র হকি দলকে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের বরণ করে নেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার, জাকি আহমেদ রিপনসহ অন্যান্য কর্মকর্তারা।
এ দিন সকালে হকি টিমের ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা দেরি হয়। তারপরও হাসান-জীবনদের চোখেমুখে ছিল না কোন ক্লান্তির ছাপ। বরং দেশে ফিরেই আসন্ন এশিয়া কাপেও ভালো করার কথা জানান খেলোয়াড়েরা।
অধিনায়ক প্রিন্স লাল সামন্ত বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে ওমানে গিয়েছিলাম, সেটা পূরণ হয়েছে। এবার এশিয়া কাপে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে খেলতে চাই।’
কোচ মামুনুর রশীদ বলেন, ‘ছেলেদের মধ্যে ভালো করার সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের সেরা চারে থাকলে আমরাও বিশ্বকাপে খেলতে পারব। আশা করছি ভালো কিছু হবে।’
ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, ‘খেলোয়াড়দের যে স্পৃহা রয়েছে সেটি ধরে রাখতে পারলে সর্বোচ্চ জায়গায় পৌঁছানো সম্ভব। আমরা সে অনুযায়ী পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
গত ১২ জানুয়ারি মাসকটে জুনিয়র এএইচএফ কাপ ফাইনালে স্বাগতিক ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা ছিল। পরে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচেই আধিপত্য দেখিয়ে জয় পায় বাংলাদেশ। হংকংকে ৪-০ গোলে, শ্রীলঙ্কাকে ১৪-০ এবং গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের দল। আর সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে শিরোপাও জিতে নেয় লাল-সবুজরা।