পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে বাড়ির সিমানা প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে পিটিয়ে জখম করল প্রতিপক্ষরা ।ঘটনাটি ঘটেছে গতকাল ১১ জানুয়ারী বুধবার বিকালে চতরা ইউনিয়নের কাঙুরপাড়া(নয়াপাড়া) গ্রামে।ঘটনাস্থল পরিদর্শন ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলে যানা গেছে পাশর্বর্তী বাড়ির মুত্যু কাজেম উদ্দিনের পুত্র আব্দুর রহিম মিয়া, আব্দুর রহিমের পুত্র আমিনুল ইসলাম, সাথে মৃত্যু আব্দুর জব্বার আলীর পুত্র কলিম উদ্দিন ও আলম মিয়ার সাথে পৃর্ব থেকেই ওই জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে ঘটনা ঘটার পুর্বেই আব্দুর রহিম, আমিনুল ইসলাম সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি জিডি করা ছিল। ঘটনার দিন আলম মিয়া ও কলিম উদ্দিন তাদের নিজস্ব বাড়িতে টিন সেডের সিমানা প্রাচীর নির্মাণ করতে গেলে পৃর্ব থেকে,ওৎ পেতে থাকা আব্দুর রহিম মিয়া ও আমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন ধারালো দেশিও অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে উপর্যুপরি কোপাতে থাকে ।এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক ।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে ।