সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
23 Aug 2025 03:30 am
![]() |
ভূপাল চন্দ্র রায়, স্টাফ রিপোর্টার,নওগাঁঃ গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের মান্দা এরিয়ার আওতাধীন গণেশপুর মান্দা শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার ৯ই জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় গ্রামীণ ব্যাংক গণেশপুর মান্দা শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের জোনাল ম্যানেজার আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ যোনের জোনাল অডিট অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র এরিয়ার এরিয়া ম্যানেজার নারায়ণ কুমার ঘোষ এবং শাখা ব্যাবস্থাপক সাইফুল ইসলাম প্রমূখ।এসময় উপস্থিত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যরা এসব কম্বল পেয়ে অত্যন্ত খুশি হয়ে গ্রামীণ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।