সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 11:57 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর জেলা প্রতিনিধিঃ- জামালপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় । ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির নামক দলটি প্রতিষ্ঠা করেন। জামালপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে নানা আয়োজনে ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার ০১ জানুয়ারি বিকালে জামালপুর জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালীতে বাদ্য বাজনায় মেতে উঠে নেতাকর্মীরা। র্যালীটি জামালপুর শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে প্রেসিডিয়াম সদস্য ও জালামপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তাফা আল মাহমুদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃজাকির হোসেন খান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা যুব সংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব ইন্জি,মোঃ জিল্লুর রহমান জনি প্রমূখ।
প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান বলেন," আগামীতে জাতীয় পার্টির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিতে হবে। নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নিজেদের শক্তিশালী করা হবে আমাদের আগামী দিনের রাজনীতি।
তিনি আরোও বলেন, ‘ আমাদের শক্তি অর্জন করতে হবে। জাতীয় পার্টি জন্ম থেকে আজ পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির নবজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যে আলোয় উদ্ভাসিত করব, সে আলোয় আলোকিত হবে দেশ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থাপনা করেন জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক এড, আনিছুর রহমান মানিক।
এসময় জামালমপুর জেলা জাতীয় পার্টি, জেলা মহিলা পার্টি সহ জাতীয় যুব সংহতি,জাতীয় ছাত্র সমাজ, জাতীয় তরুণ পার্টি, জাতীয়( অবঃ)সৈনিক পার্টি ও অনান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।