পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:- পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে আনন্দ, উচ্ছ¡াসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩ সেপ্টম্বর বুধবার বিকালে ৪ টায় উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্থানীয় মহিলা কলেজ থেকে আনন্দ মিছিলটি ঢাকা রংপুর মহাসড়কে প্রদক্ষিন শেষে চৌমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ও পৌর বিএনপির সাধারন সম্পাদকদ্বয় আবু আলা মওদুদ ও মোশফেকুর রহমান রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সহ- সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল প্রমুখ।