শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩রা সেপ্টেম্বর রোজঃ বুধবার বেলা ১২টায় ঘোড়াঘাট পৌর এলাকার প্রধান প্রধান সড়কে একটি বিশাল রেলী প্রদক্ষিন শেষে পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ন সাধারন সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বি, এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের অন্যতম শীর্ষ নেতা, অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং।
আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।অনুষ্ঠানে পৌর বিএনপির সহ সভাপতি আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,পৌর যুবদলের আহবায়ক সজীব কবীর, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আজিজুল হক দীপ্তি, পৌর ছাত্র দলের আহবায়ক রেজভি আহমেদ রকি, মাহফুজুর রহমান সাজু, উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক,গনমাধ্যম কর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।