জিয়ানগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানবিক উদ্যোগ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:৫৬
photo


 

‎ মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী  প্রতিনিধি:
‎রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোরও নাম। সেই দর্শনকেই সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পালিত হলো এক মানবিক কর্মসূচি। দরিদ্র পরিবারের মাঝে সুপেয় পানির জন্য ২টি টিউবওয়েল বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎মানবিক এ আয়োজনকে ঘিরে এলাকার সাধারণ মানুষদের মাঝে আনন্দ ও স্বস্তির ছাপ দেখা যায়। সুপেয় পানির টিউবওয়েল পেয়ে দরিদ্র পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের বাড়িতে কোনোদিন নিজের টিউবওয়েল ছিল না। দূরের বাড়ি থেকে পানি আনতে হতো। আজ আমরা নিজের টিউবওয়েল পেলাম, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক আসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন ও মাস্তান হাফিজ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদল আহবায়ক আল আমিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা, স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মাহমুদ পলাশ, তাঁতি দল নেতা মোঃ নুরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, মানুষই আমাদের শক্তি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আমরা গণমানুষের দল হিসেবে কাজ করে আসছি। আজকের এই কর্মসূচি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের জন্য ভালোবাসার একটি ক্ষুদ্র প্রয়াস।

শেয়ার করুন