বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী সোনালী অতীত ফুটবল ক্লাব

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩১
photo

বগুড়া অফিস:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী সোনালী অতীত ফুটবল ক্লাব।

 

মঙ্গলবার বিকালে বগুড়া জেলা বিএনপির আয়োজনে আলতাফুনেছার মাঠে প্রীতি ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমী বানান সোনালী অতীত ফুটবল ক্লাব। খেলা চলাকালে প্রথমার্ধে গোলশূন্য নিয়ে মাঠ ছাড়েন দুইদল। হাফ টাইমের পর মাঠে নেমে ১২মিনিটে আল-আমিনের গোলে এগিয়ে যায় সোনালী অতীত ফুটবল ক্লাব। ১-০ গোলে মাঠ ছাড়ে সোনালী অতীত ফুটবল ক্লাব। 

 

প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী দলের অথিনায়কের হাতে ট্রফি তুলেদেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো: মোশরাফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, মহিলা দলনেত্রী নিলুফা কুদ্দুস, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল বাশার চন্দন। 

 

প্রীতি প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক আয়োজনে ছিলেন বগুড়া জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

শেয়ার করুন