রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:১৮
photo

্আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর রাণীনগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান হোসেন (৫৩) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছেন। সোমবার মধ্য রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর নামক বিলে এই ঘটনা ঘটে। তার মরদেহ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত লোকমান হোসেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
 

লোকমান আলীর ছোট ভাই বাবু প্রামানিক বলেন, আমরা ৬জন মিলে এক নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যাই। রাত আনুমানিক ২টার দিকে নৌকা থেকে জাল পানিতে ছেরে দেওয়ার পর পরই হঠাৎ করে ঝড় উঠে আমাদের নৌকা পানিতে ডুবে যায়। এসময় যে যার মতো সাঁতার কাটিয়ে কিনারে উঠলেও আমার ভাই আর ওঠতে পারেনি। তাকে অনেক খোঁজা খুজি করেও সন্ধান করতে পারিনি। পরে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বিলের মধ্যে আমার ভাইয়ের ভাসমান লাশ পাওয়া যায়।
 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই

আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু মারা গেছেন। 

 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
 

শ্রীদাম কর্মকার বাবলু ২০০৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেকে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক-চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। সে বেশ কিছু দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শবদাহের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
 

তার মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ প্রেসক্লাবের সকল সদস্য তার বিদেহী আত্নার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।  

শেয়ার করুন