প্রবীণ লেখক আবদুল্লাহিল কাফীর জন্মদিনে সাহিত্য একাডেমির ফুলেল শুভেচ্ছা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৫৮
photo

চাঁদপুর প্রতিনিধি:-চাঁদপুর সাহিত্যাঙ্গনের অন্যতম পরিচিত মুখ, চাঁদপুর সাহিত্য একাডেমির সহ-সভাপতি, প্রবীণ লেখক আবদুল্লাহিল কাফীর জন্মদিনে সাহিত্য একাডেমির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।  সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাতে শহরের জোড়পুকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমি কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।
 
এ সময় লেখকরা তাঁর দীর্ঘ সাহিত্যচর্চা ও সাহিত্যাঙ্গনে ভূমিকার কথা তুলে ধরেন এবং তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, নাট্যকার শরীফ চৌধুরী, শহীদ পাটওয়ারী, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত, কবির হোসেন মিজি, সাদ আল-আমিন, সাধারণ সদস্য  এম আর ইসলাম বাবু, আরিফুল ইসলাম শান্ত প্রমুখ। 
 
আবদুল্লাহিল কাফী লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি আমার জন্য বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা ও শুভকামনা আমার আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
 
ছবি ক্যাপসন : প্রবীণ লেখক আবদুল্লাহিল কাফীর জন্মদিনে সাহিত্য একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চাঁদপুরের লেখকবৃন্দ। 

শেয়ার করুন