মেলান্দহে সরকারী ৮২ বস্তা চাউল উদ্ধার,আটক ২।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:৫২
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
জামালপুরের মেলান্দহে পৃথক পৃথক স্থান অভিযান পরিচালনা করে খাদ্য অধিদপ্তরের সিলকৃত সরকারী ৮২ বস্তা চাউল উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।   

পাশাপাশি  উপজেলার ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা গ্ৰামের মরহুম আফছার আলীর ছেলে মকবুল হোসেন মুকুল (৫৫) ও আফজাল হোসেনের ছেলে সুজন মিয়া (৩০) নামের ২ কালোবাজারি গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ ।  
 

সোমবার ১ সেপ্টেম্বর   তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার  অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।  
 

স্থানীয় সুত্রে জানা যায়, মেলান্দহের ফুলকোচা গ্ৰামের মকবুল হোসেন মুকুল  ও  সুজন মিয়া সহ ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে অবাধে সরকারি চাউল কেনাবেচা করে আসছে।  গোপন সংবাদের ভিত্তিতে এসআই  জ্যোতির্ময় সরকার মিশু ও এসআই সাজেদুল ইসলাম এর নেতৃত্বে রবিবার সন্ধ্যা ৬ টায় ফুলকোচা এলাকার আফাজ উদ্দিন মান্নান (৫৫)'র নিজ বাড়ী থেকে  সরকারি বস্তা  পরিবর্তন করে সাদা প্লাষ্টিকের ৫০ কেজির বস্তায় ৬০ বস্তা ও একই গ্রামের নওশের  আমেজ (৫০) 'র বাড়ী থেকে খাদ্য অধিদপ্তরের সিল কৃত সরকারী ৩০ কেজির বস্তার ২০ বস্তা উদ্ধার করেন মেলান্দহ থানা পুলিশ। 

 

পরে সেই উদ্ধার হওয়া চাল গুলো মুকুল ও সুজন তাদের চাল বলে দাবী করলে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর রাতেই এস আই বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫(বি) ধারায় ৪ জনের নাম উল্লেখ্য ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করে।   

 

গ্রেফতারের সময় চাউল কালোবাজারী  মকবুল হোসেন মুকুল  ও সুজন মিয়া জানান, তারা দীর্ঘদিন ধরে চাউলের ব্যবসা করে আসছে। তাদের এ ব্যবসায় আরো ১০/১৫ জন ব্যক্তি জড়িত আছে। এদিকে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি ঘর থেকে মোট ৮২ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। পরে ৪জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।  অন্যান্য আসামীদের গ্রেফতার করার প্রক্রিয়াধীন  আছে।  

শেয়ার করুন