আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেছেন, ভোট আমার আপনার সবার অধিকার, আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছে তাকে দিবেন। জনগণের এই ভোটের অধিকার ফিরে দেওয়ার আন্দোলন করায় জিয়া পরিবারের উপর সীমাহীন নির্যাতন করা হয়। আওয়ামীলীগ সরকারের শাসনামলে সারাদেশে বিএনপির নেতা-কর্মীদেরকে গুম, খুন, মামলা, হামলা নির্যাতনের শিকার হয়েছে।
তবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বগুড়া জেলার নেতাকর্মীরা। গতকাল রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় অদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় চত্ত¡রে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রফেসর গোলাম মোস্তফা, খন্দকার কামররুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুর আলী, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার, যুবদলের সাবেক সভাপতি হাসান, সান্তাহার ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন।