আদমদীঘিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৪:৪৩
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,বগুড়ার:- আদমদীঘিতে ৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের সদস্যরা।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে থেকে উল্লেখিত পরিমান ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দেবখন্ড ডাঙ্গাপাড়ার কুবাদ হোসেনের ছেলে আনিছুর রহমান (৪২) ও একই জেলার লালবাগ গ্রামের হাসান আলীর ছেলে বিপ্লব হোসেন (২২)।
 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে দুইজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। 

 

এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলর সদস্যরা সেখানে অভিযান চালান।  এসময় আনিছুর রহমান ও বিপ্লব হোসেন নামের দুই জনকে আটক করে তল্লাশি করা কালে ৬০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

 

এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
 

 

শেয়ার করুন