দিনাজপুরে শৈত্যপ্রবাহের প্রভাব কমলেও শীত অনুভূত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:১২
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে চলমান শীতের তীব্রতা কিছুটা কমলেও জেলার ওপর এখনো শীতের প্রভাব অনুভূত হচ্ছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮২ শতাংশ।

 

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় চূড়ান্ত (ফাইনাল) সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি সপ্তাহের অন্যতম কম তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে।

 

আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ৪ জানুয়ারি রাত থেকে দিনাজপুর জেলার ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা গত ১২ জানুয়ারি রাত থেকে ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করেছে। ফলে আগের তুলনায় শীতের তীব্রতা কিছুটা কমলেও সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি এখনো রয়ে গেছে।

 

তিনি আরও জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে এবং কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে। এ কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শীত থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

 

এদিকে শীতের কারণে জেলার নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি এখনো পুরোপুরি কাটেনি। সকালে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটছে।

 

 

শেয়ার করুন