জামালপুরে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ বিষয়ক আলোচনা সভা ও ‘ধরা’-র জেলা কমিটি ঘোষণা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৩৭
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে ধরিত্রী রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা ও তা সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামালপুর জেলা পরিষদ হল রুমে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-র উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ‘ধরা’-র জামালপুর জেলা শাখা ও ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

আলোচনা সভার মূল প্রতিপাদ্য দিনব্যাপী এই অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। জেলার পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 

অতিথিবৃন্দ ও উপস্থিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব  শরীফ জামিল।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সরকার আব্দুল আল মামুন বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা, জামালপুর জেলা পরিষদ।
 

নাজনীন আখতার, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর।জনাব জব্বার হোসেন, লেখক, গবেষক ও সদস্য, ধরা।
 

মো: আশিকুর রহমান, সহযোগী অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গনমাধ্যম কর্মী শাহ আলী বাচ্চু প্রমুখ।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মাহবুবুর রহমান মহব্বত, প্রাক্তন চেয়ারম্যান, দিকপাইত ইউনিয়ন পরিষদ ও প্রাক্তন সভাপতি, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম।
 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ, এনজিও নির্বাহীগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যুব সমাজের প্রতিনিধিরা।
 

জেলা শাখা ও কমিটি ঘোষণা সভার সমাপনী পর্বে জামালপুরে পরিবেশ ও ধরিত্রী রক্ষায় সম্মিলিত আন্দোলনের অংশ হিসেবে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-র জেলা শাখা ঘোষণা করা হয়। 

 

সংগঠনটিকে গতিশীল করতে ৩১ সদস্য বিশিষ্ট একটি জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, যা আগামীতে জামালপুর জেলার পরিবেশগত সংকট মোকাবিলায় কাজ করবে।
 

বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির মাধ্যমে জামালপুরে পরিবেশ আন্দোলন আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে পড়বে।
 

 

 

শেয়ার করুন