সুনামগঞ্জে সেচ পাম্প স্থাপনে দূর্নীতি,বিপাকে সাধারণ কৃষক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:২৬
photo

রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি:-সুনামগঞ্জের মধ্যনগরের দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাঁদপুর গ্রামে সেচ পাম্প স্থাপন নিয়ে দূর্নীতি বিপাকে শতাধিক সাধারণ কৃষক।

 

যেখানে কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশের সাধারণ মানুষ, সেখানেই সেচ পাম্প স্থাপনে দূর্নীতি, বিপাকে শতাধিক সাধারণ কৃষক।

 

"যাবে কোথায় বাঙালি..?? আজ কোথায় দাবিয়েছ আমাদের বিবেকবুদ.. একটু দূর্নীতির কারনে দারিদ্র্যতার চরম সীমারেখায় পৌঁছেছে সাধারণ কৃষক।

 

তথ্য সূত্রেঃ মোঃ এমদাদুল হক (মাষ্টার) সাংবাদিকদের জানান যে আমি মোঃ এমদাদুল হক পিতা মোঃ বদর উদ্দিন সাং চাঁদপুর, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন মধ্যনগর, সুনামগঞ্জ। 
 

আমার বাবা ২০২০ইং সনে আমাদের নিজস্ব জমিতে একটি সেচ পাম্প স্থাপনের জন্য আমার চাচাতো ভাই মোঃ আবুল কালাম পিতা সামছুল হক সাং চাঁদপুর, তার নিকটে জমির কাগজপত্র সহ নগত টাকা দেওয়া হয়, যাতে করে আমারা তিন জন মিলে ভাগে সেচ পাম্প চালাতে পারি, সরকারী বিধিমতে যেখানে পাম্প স্থাপন হবে ঐ জমির মালিক এর নামে সেছ পাম্প নিতে হবে।

 

তাই আমরা নিয়ম মেনে পাম্প স্থাপন করি, কিন্তু ২০২৫ইং সালে এসে দেখা গেল জায়গা আমার বাবার মোঃ বদর উদ্দিন এ-র কাগজপত্রও বদর উদ্দিন এ-র কিন্তু পাম্প এনেছে আবুল কালাম এর নামে, সে দূর্নীতি করে তার নামে পাম্প নিয়ে এসেছে,এখানে মূলত আমার বাবা মোঃ বদর উদ্দিন এ-র মানে সেচ পাম্প হওয়ার কথা। বিষয়টি আমি অবগত হলে মধ্যনগর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করি এবং ইউউনু মহোদয় আবুল কালাম এর নামে থাকা পাম্পটি অবৈধ ঘোষণা করেন।

 

এর পড়ে আমি অন্য স্থানে আরেকটি সেচ পাম্প স্থাপন করি এবং আমার অপরপক্ষের আবুল কালাম সরকারি বিধি বিধান লঙ্ঘন করে আমার এবং উপজেলা প্রশাসনকে তোয়াক্কা না করে ৪০০ ফুট এর ভিতর আরেকটি সেচ পাম্প স্থাপন করে, যা সরকারি বিধি লঙ্ঘন করে, যেখানে বাংলাদেশ সরকারের বিধি একটি সেছ পাম্প থেকে অন্য আরেকটির নূনতম দূরত্ব হবে ৮২০ ফুট।

 

অপর দিকে আবুল কালাম এর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং এই সেচ পাম্প এর মালিক আমি এবং জমির মালিকও আমি।

 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন বৃহস্পতিবার র্সারবিয়ার পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এমদাদুল হক বলেন উপজেলা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এই-যে সুষ্ঠু তদন্তের প্রেক্ষিতে আবুল কালাম কে আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করছি, তারি সাথে সাথে আমার সেচ পাম্প দূত চালু করার দাবি জানাচ্ছি এখানে প্রায় শতাধিক সাধারণ কৃষকদের ফসল উৎপাদনের মাধ্যম হল একমাত্র সেচ পাম্প। 

 

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি 
 

শেয়ার করুন