মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:১৭
photo

 

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-রংপুর জেলার মিঠাপুকুর থানায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম ও গ্রেফতারকৃত আসামি পূর্ব পরিচিত ছিলেন। গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযুক্ত আসামি কৌশলে ভিকটিমকে তার বাড়িতে নিয়ে যান।

 

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ শয়নকক্ষে ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

 

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(ক)(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং-২৩, তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।

 

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে অভিযুক্ত আসামি আত্মগোপনে ছিলেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। 

 

এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে র‍্যাব-১৩ ও র‍্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর কাফরুল থানাধীন শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আরিফুল ইসলাম (২০)। তিনি মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ নারায়নপুর গ্রামের মোঃ মনছুর আলী ওরফে ভিত্তু’র ছেলে।

 

র‍্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সকল ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

 

 

শেয়ার করুন