দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৮:৩৩
photo

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি:-
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 

সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন