কাহালুতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল-২

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৮:০১
photo

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে রাস্তার গাছ কাটার অভিযোগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নাজিম (২২) ও সিজান (২০) নামক দুই যুবকের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
        ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। জানা গেছে, রাস্তার গাছ অবৈধ ভাবে কাটার অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সংগীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে আলামত হিসেবে প্রায় ৪শ’ মণ গাছের ডাল (খড়ি) জব্দ করেন এবং জড়িত নাজিম ও সিজানকে ভ্রাম্যমাণ আদালতে ৪ দিন করে জেল দিয়ে জেলে প্রেরণের নির্দেশ প্রদান করেন। নাজিম কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নুর সরদারের ছেলে ও সিজান একই গ্রামের বুলু আকন্দের ছেলে।
 

শেয়ার করুন