কুমিল্লায় সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হামলার নিন্দা জানিয়েছে বামাসাস নেতৃবৃন্দ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:৫৮
photo

 সাকলাইন যোবায়ের,কুমিল্লা জেলা প্রতিনিধি:-কুমিল্লায় মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর হামলা এবং তাকে বিভিন্ন ভাবে  হয়রানি করে যাচ্ছে দুষ্কৃতকারীরা। শুভ্রকে শারিরীক ভাবে নির্যাতন, ১০ লক্ষ টাকা চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মানহানি মূলক অপপ্রচার, পরিবার পরিজনকে হত্যাচেষ্টাসহ  নানা ধরনের  অপরাধ মূলক কাজ করে যাচ্ছে সন্ত্রাসীরা।

 

শনিবার (১০ জানুয়ারি) সকালে মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর এ ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ  মানবাধিকার সাংবাদিক সংস্থা (বামাসাস) নেতৃবৃন্দ।

 

বাংলাদেশ  মানবাধিকার সাংবাদিক সংস্থা (বামাসাস) চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ, মহাসচিব মোঃ মাহাবুবুল আলম এবং সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা এক বিবৃতিতে বলেন, মানবধিকার কর্মী ও সাংবাদিক  মওদুদ আবদুল্লাহ শুভ্রকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কর্তব্য। 

 

মানবধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) সাংবাদিক নেতৃবৃন্দ  মওদুদ আবদুল্লাহ”র পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী  সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন