অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে তীব্র শীত।
হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। বুধবার (৭ জানুয়ারি ) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা শীতের কষ্টকে আরও তীব্র করে তুলেছে।
ভোর থেকেই কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও ভাসমান ছিন্নমূল মানুষজন।
অনেককে ফুটপাতে কিংবা খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করতে দেখা গেছে।
শীতের এই তীব্রতায় সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দরিদ্র ও নিম্নআয়ের মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং শীতজনিত রোগ থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।