দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৩:০৫
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বুধবার (৭ জানুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে 
বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৪২ বিজিবির অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৮-এস এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতাড়া বাজার এলাকায় তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অপরদিকে একই দিন রাত ৮টা ৪০ মিনিটে এনায়েতপুর বিওপির একটি টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২১/১২-এস এলাকা থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৈইকুরি শালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেও মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।

 

শেয়ার করুন