আদমদীঘির কুন্দগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১২:২৭
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের উদ্যোগে বিশেষ দোয়া করা হয়েছে।

 

সোমবার (৫ জানুয়ারি) আসর নামাজ শেষে কুন্দগ্রাম কেন্দ্রীয় শাহি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান এ্যাঞ্জেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি নেতা হাফিজার রহমান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মেজবাউল হাসান জিহাদ, কুন্দগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রুবেল হোসেন, কুন্দগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছামাদ, যুবনেতা কনক তালুকদার, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জল তালুকদার, শহিদুল ইসলাম, কৃষক দল নেতা সাইফুল ইসলাম, আবুল কাশেম-সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 

 

শেয়ার করুন