পোরশা নিতপুর সীমান্তে ১৬ বিজিবি কর্তৃক ভারতীয় ২ টি মহিষ উদ্ধার।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৮:৪২
photo

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- ১লা জানুয়ারি আনুমানিক ভোর ৫ টা ৩০ মিনিটে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেট্রা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।

 

আটককৃত ভারতীয় মহিষ ২টি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে ।

 

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

 

 

শেয়ার করুন