"ইলিশ মাছ"

লেখক:-আবুল কালাম আজাদ
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:২৪
photo

ইলিশ মাছ,ইলিশ মাছ
কোথায় তোমার বসবাস।
কোথায় গেলে পাবো তোমায় শুনি।

তুমি নাকি বিদেশ যাও
তোমার আছে কি হাত পাও?।
আমাদের বাড়ি কবে আসবে, 
বলে যাও আমাদের এখুনি।

তুমি নাকি জাতীয় মাছ
আমাদের দেশে নাকি হয় চাষ।
কবে তোমায় ছুঁতে পারবো, 
কবে আমাদের জোরাবে হৃদয় খানি।

শেয়ার করুন