অফিস ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি:-ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. ডিজিটাল ন্যানো ঋণ প্রদানে রিফাইন্যান্স সুবিধা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগ সমাজের প্রান্তিক, অনগ্রসর এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক নির্ধারিত সর্বনিম্ন হারে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় উপযুক্ত গ্রাহকদের ন্যানো ঋণ প্রদান করতে পারবে, যা দেশের সর্বস্তরের মানুষের জন্য ক্ষুদ্রঋণকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) হাসান ও. রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান,অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা;নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী; হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী।
প্রাইম ব্যাংক ইতোমধ্যেই প্রাইমঅগ্রিম এর মাধ্যমে খুচরা গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা প্রদান করে আসছে। প্রাইমঅগ্রিমের মাধ্যমে গ্রাহকরা তাদের মাসিক বেতনের একটি অংশ তাৎক্ষণিক অনুমোদনের ভিত্তিতে স্বল্পমেয়াদী ঋণ হিসেবে গ্রহণ করতে পারেন, যা সম্পূর্ণ ডিজিটাল ও ঝামেলাহীনভাবে বিতরণ করা হয়।