ঘোড়াঘাটে জমিতে কীটনাশক ছিটানোর সময় অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ১১:৪৪
photo

শাহ আলম, ঘোড়াঘাট, দিনাজপুর থেকেঃ- দিনাজপুর জেলার ঘোড়াঘাটে জমিতে কীটনাশক ছিটানোর সময়ে অসুস্থ হয়ে এক কৃষক মৃত্যু বরন করেছে।পারিবারিক সুত্রে জানা যায়,গত ৪ ঠা সেপ্টেম্বর/২৫ ইং রোজঃ বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার ২ নং পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামের  মৃত হবিবর রহমানের ছেলে ওয়ারেছ আলী(৫৫) আনুমানিক 
 

দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ধানক্ষেতে কীটনাশক ছিটাতে যান। তবে সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় ধানক্ষেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
 

নিহতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, আমার বড় ভাই প্রচণ্ড রোদে মাঠে কাজ করতে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় আমরা খুঁজতে গিয়ে ধানক্ষেতে মৃত অবস্থায় পাই। 
 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক  জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারিকভাবে তাঁর দাফনের প্রস্তুতি চলছে। কৃষক ওয়ারেছ আলীর মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন