সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
26 Aug 2025 02:35 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটসের বিপক্ষে বল হাতে নামেন তিনি।পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ছুঁলেন ৫০০ উইকেটের মাইলফলক।
টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে মাত্র চার বোলার পৌঁছেছিলেন এই উচ্চতায়। রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। এবার তাদের পাশে নাম লেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
শুধু তাই নয়, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন সাকিব। নিজের অর্জন নিয়ে উচ্ছ্বসিত এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এটা দীর্ঘ পরিশ্রমের ফল। এমন মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটি নিয়ে আমি সন্তুষ্ট।’
৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন এখন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট ৪৮৭টি। ব্যাট হাতে তার রান আছে ৯ হাজারের বেশি।
সাম্প্রতিক সময়ে অ্যান্টিগার হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ পাচ্ছিলেন না সাকিব। দুই ম্যাচে সর্বোচ্চ ২ ওভার করে বোলিং করেছেন তিনি। তবে সেন্ট কিটসের বিপক্ষে মাত্র ২ ওভারেই ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিয়মিত কোটায় বোলিং না পাওয়ায় সমালোচনা হলেও সাকিব জানালেন, সবসময় লক্ষ্য থাকে দলের জন্য অবদান রাখা।
তিনি বলেন, ‘আমি খুব বেশি বোলিং করিনি, একই সঙ্গে একটু নার্ভাসও। আরও বেশি ওভার বোলিং না পাওয়ায় চারপাশে অনেক নেগেটিভ কথা হচ্ছে। সবকিছুই দলের জন্য। আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখতে চাই। সবসময় আমার লক্ষ্য থাকে যেন আমি দলের হয়ে অবদান রাখতে পারি।’