মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
26 Aug 2025 05:24 am
![]() |
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ইসমাইল হোসেন ( ১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
স্থানীয়রা জানান,সোমবার দুপুর দেড়টার দিকে ঘোড়াঘাট পৌরশহরের কাদিম নগর নিবাসী মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে স্থানীয় একটি নেট তৈরী কারখানার কারিগর ইসমাইল হোসেন সহ তিন বন্ধু মিলে হাজিরঘাট করতোয়া নদীতে গোসল ও সাতার কাটতে নামে এক পর্যায়ে দুই বন্ধু সাঁতার কেটে তীরে আসলেও ইসমাইল হোসেন নিখোঁজ হন।
খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দিলে তাঁরা এসে উদ্ধার কাজ শুরু করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহ আলম, আলম,ঘোড়াঘাট, দিনাজপুর