মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
26 Aug 2025 05:30 am
![]() |
রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়য়া জেলা প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন কাসেমী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।সোমবার (২৫ আগস্ট) বিকালে সরাইল প্রেসক্লাব সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও জেলার সদস্য সচিব ইসলামি ঐক্যজোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি প্রার্থী আল্লামা মুফতি বোরহান উদ্দিন ক্বাসেমী ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহবায়ক মাওলানা মেরাজুল হক কাসেমী, জেলা ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মুফতী ওসমান আল হাবীব, যুগ্ম সদস্য সচিব মাও-সুলতান উদ্দিন,যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাখন মিয়া, আশুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা হাসমত উল্লাহ, সৌদি আরব শাখা ইসলামী ঐক্যজোটের সভাপতি হুসাইন আহমদ সুমন, যুগ্ম সদস্য সচিব মাওলানা সোলাইমান, মাওঃ ওয়ালী ওল্লাহ শিবলী, মাওলানা মোরশেদ আলম চৌধুরী ও মাওলানা সাইফুর রহমান মুন্না প্রমূখ।