সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
25 Aug 2025 09:18 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নারিচাগাড়ী
গ্রামের ছলেমান মোল্লার ছেলে জাফিরুল ইসলাম জাফির বিরুদ্ধে ওই এলাকায় এক প্রবাসীর স্ত্রী গৃহবধুকে ধর্ষনের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়, সেই মামলা রেকর্ড ভুক্ত না হতেই নতুন করে, হ্যাকিং ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাকিং নগদ, বিকাশের এ্যাকাউন্ট হ্যাক করে প্রতারনার অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানার এস,আই হারুনর রশিদ সঙ্গীয় পুলিশ ফোর্সের হাতে জাফিকে গ্রেফতার করে।
শনিবার দুপুরে এস,আই তাহসিনুর রহমান তাহসিনের একটি প্রতারনা মামলা ৪২০/৪০৬ ধারায় চালান দেয় পুলিশ। গোবিন্দগঞ্জ চৌকি আদালতের একজন আইনজীবীর সাথে কথা বললে তিনি জানান,এটি জামিন যোগ্য ধারা, যে দিন আসামী ধরা পড়বে, সেদিন জামিনের আবেদন করলেও বিচারক জামিন দিতে পারেন।
এলাকাবাসী বলেন, চিহ্নিত হ্যাকাররা অবৈধ ভাবে উপর্জনকৃত অর্থ বিত্তের মালিক হওয়ায় নানা অপ অপকর্মে লিপ্ত থাকে, তারা পুলিশের হাতে ধরা পড়লেও তদবির সহ নানা ফাঁক ফোঁকরে বেরিয়ে এসে ফের অপকর্মে জড়িত পড়ছে।এ ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।