সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
25 Aug 2025 03:31 pm
![]() |
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার শিবগঞ্জ উপজেলার 'শিবগঞ্জ হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি' এর সাধারণ সভায় সাংবাদিক হিমুকে সভাপতি ও শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত শনিবার রাতে শিবগঞ্জ হাট সংলগ্ন চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত নবগঠিত সমিতির সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা একেএম ইদ্রিস আলী।
সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম কমিটি ঘোষণা করেন।
কমিটিতে শিবগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জাবিউল আলম হিমুকে সভাপতি, শাওনকে সাধারণ সম্পাদক, শরিফুলকে সাংগঠনিক সম্পাদক ও আবুল কালামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়াও বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক সোহাগ আলী, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, নাফিজ, বাবুল মিয়া, মুকুলসহ সংগঠনের সদস্যবৃন্দ।
নির্বাচিত সদস্যদের শিবগঞ্জ প্রেসক্লাব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
রবিউল ইসলাম রবি,শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি