সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
25 Aug 2025 04:46 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই বাংলা ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের টীম ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ক্ষতির পরিমা প্রায় সাড়ে ৮ লাখ টাকার মতো। আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
রোববার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে হিলি স্থলবন্দর অভ্যন্তরের ৩নং গুদামের সামনে বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় এ অগ্নিকা- ঘটনা ঘটে।
মা এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আবুল বাসার বলেন, আমরা ভারতের বিহার রাজ্য থেকে ৪০ টন ব্লিচিং পাউডার আমদানি করে বন্দরের ৩নং গুদামে রেখেছিলাম এবং সকাল থেকে তিনটি ট্রাকে সেগুলো বিক্রি করেছি। বিকেলে আর একটি ট্রাকে শ্রমিকরা ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় কিভাবে যে আগুন লেগেছে আমরা বলতে পারছি না। আমাদের আনুমানিক সাড়ে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাশেম বলেন, আমরা হিলি পোর্টে আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে আসি। এরপর বন্দরের ভিতরে এসে দেখি একটি ব্লিচিং পাউডার ট্রাকে আগুন লেগেছে। আমরা এক ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছি। আগুন লাগার কারন এখনো জানা যায়নি তদন্ত সাপেক্ষে বলা যাবে।