সোমবার, ২৮ জুলাই, ২০২৫
28 Jul 2025 11:57 pm
![]() |
সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার লাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে দুই শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা পেয়ে তারা অনেক খুশি।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহাগ প্রধান, মহাসচিব আনিসুর রহমান আনিস, ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য ফজলে রাব্বী, মেহেরুল ইসলাম, আশরাফুল হক বাপ্পী, প্রভাষক আব্দুল মতিন, শামীম হোসেন প্রমুখ। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহাগ প্রধান বলেন, প্রকৃতির অবারিত পরিসরে বসবাসকারী মানুষের জীবনের সঙ্গে বৃক্ষের সম্পর্ক অতি গভীর ও অবিচ্ছেদ্য।বৃক্ষরাজি ঝড়ঝঞ্ঝা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাসগৃহকে রক্ষা করে।জনস্বাস্থ্য রক্ষায় বৃক্ষ বিশেষ ভূমিকা পালন করে। গাছপালা বিপুল চাহিদা মিটিয়ে আমাদের অর্থনৈতিক ও ব্যবহারিক জীবনে যথেষ্ট উপকার করে।বৃক্ষ আমাদের গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ।
এজন্য বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বৃক্ষের উপকারিতা সম্পর্কে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। তাদের বৃক্ষ রোপণে উৎসাহী করতে হবে। তাহলেই বৃক্ষ রোপণ অভিযান বাস্তবায়নের পথে সফল হওয়া যাবে। এই কাজে শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।