রবিবার, ২৭ জুলাই, ২০২৫
27 Jul 2025 08:54 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার:-জামালপুর এনসিপি পদযাত্রা আগামী ২৮ জুলাই (সোমবার)বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নকল্পে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার ২৬ জুলাই বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।
তিনি বলেন, আগামী ২৮ জুলাই, জামালপুর শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই পদযাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। উক্ত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জুলাই অভ্যুত্থানের অগ্রনায়করা উপস্থিত থাকবেন।
এই পদযাত্রা ঘিরে জামালপুর জেলা নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নেতৃবৃন্দ ২৭ জুলাই শেরপুর জেলার কর্মসূচী শেষ করে সন্ধ্যায় জামালপুর শহরে আগমন করবেন। এরপর রাত ৮টায় জামালপুর শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার, দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে হরিজন পল্লীতে মতবিনিময় শেষ করে জামালপুর শহরে রাত্রিযাপন করবেন। ২৮ জুলাই সকাল ৯ টায় জেলা ডাক বাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন নেতৃবৃন্দ । পরে সকাল ১১টায় শুরু হবে পদযাত্রা। পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এসময় তিনি পদযাত্রাটি সফল করতে জামালপুর জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং এই জাতীয় প্রয়াসকে আরো গতিশীল করতে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান, যুগ্ম সমন্বয়কারী শাহিদুর রহমান সম্রাটসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।