রবিবার, ২৭ জুলাই, ২০২৫
27 Jul 2025 08:36 pm
![]() |
বরগুনা:- বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাবিল আকন খাল বর্তমানে ঘন কচুরিপানায় ভরাট হয়ে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে।দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে,যার ফলে কৃষিকাজ,সেচ, মাছ ধরা এবং নৌ-যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, খালে পানি চলাচল না থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে প্লাবনের আশঙ্কা।এছাড়া কচুরিপানার নিচে বিষাক্ত সাপসহ নানা ক্ষতিকর প্রাণীর বসবাস গড়ে ওঠায় শিশু ও পথচারীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন।
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব বলেন, দীর্ঘ বছর ধরে কচুরিপানায় খালটি বন্ধ হয়ে আছে।স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী পেশাজীবী শ্রমিকদের চরম ভোগান্তিতে প্রতিদিনই পড়তে হচ্ছে। এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানা দ্রুত অপসারণ ও খালের নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. নান্না তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগছি। কচুরিপানা না সরালে কৃষি, যোগাযোগ এবং সাধারণ জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে।আমরা শান্তিতে বাঁচতে চাই।
হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. বজলুর রহমান বলেন, বিগত কয়েক বছর ধরে খালটি কচুরিপানায় পূর্ণ হয়ে আছে। কৃষকেরা সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না। সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগের মুখে পড়ছেন।
এ বিষয়ে বেতাগী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার বলেন, খালের কচুরিপানা অপসারণের বিষয়ে অচিরেই প্রয়োজনীয় আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের জনদুর্ভোগ লাঘবে বিষয়টিকে অগ্রাধিকার গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।