রবিবার, ২৭ জুলাই, ২০২৫
01 Aug 2025 08:19 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের প্রধান বিদ্যাপীঠ নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জননেতা এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অস্ত্র কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
শনিবার ২৬ জুলাই সকাল ১১টায় জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ে শহর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গিয়ে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত পত্র হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি,৯নং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নওয়াব হোসেন জুয়েল, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুজ্জামান।
এছাড়াও অত্র কলেজের শিক্ষক ও অফিস সহায়কবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।