শনিবার, ২৬ জুলাই, ২০২৫
28 Jul 2025 01:34 am
![]() |
স্টাফ রিপোর্টার:-বাংলাদেশের দর্শকদের রুশ চলচ্চিত্র ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো সোভিয়েত চলচ্চিত্র উৎসব। ঢাকাস্থ রাশিয়ান হাউজের উদ্যোগে বৃহস্পতিবার এই উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী, থিমভিত্তিক প্রদর্শনী এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসবে বিভিন্ন ধরণের ধ্রুপদী সোভিয়েত চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা কেবল রুশ নির্মাতাদের দক্ষতা এবং অভিনেতাদের অসাধারণ অভিনয়শৈলীই উপস্থাপন করেনি বরং রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছে। বিশেষভাবে এমন চলচ্চিত্র বাছাই করা হয়েছিল যেগুলোতে বন্ধুত্ব, ভালোবাসা ও বীরত্বের মত সর্বজনীন এবং চিরন্তন মূল্যবোধ তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনীর পর অতিথিরা সোভিয়েত চলচ্চিত্রের ইতিহাসভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং একটি বুফে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নিয়ে আলোচনায় অংশ নেন। এটি সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করে এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হয়।
অনুষ্ঠানে কূটনৈতিক মহল, সরকারি কর্মকর্তা, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, শিক্ষার্থীবৃন্দ এবং অসংখ্য চলচ্চিত্রপ্রেমী অংশগ্রহণ করেন।
রাশিয়ান হাউজ সূত্র জানায়, ঢাকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এই উৎসব একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে স্থান পায় এবং উপস্থিত দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া লাভ করে।