রবিবার, ২৭ জুলাই, ২০২৫
27 Jul 2025 03:02 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে পরিকল্পিতভাবে স্ত্রীর দ্বারা মোবাইলে গোবিন্দগঞ্জ থেকে জামাইকে ডেকে নিয়ে একটি স্কুল ঘরে আটকে রেখে বেধরক মারপিটের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ জুলাই, ২০২৫) বিকালে জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপির মধ্য নারায়নপুর (কোনাবাড়ী) গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত জামাইয়ের পিতা ছেলের বউ জনি বেগম ও তার দুই ভাই কনক ও কামাল এবং বিয়াই জহুরুল মিয়াকে অভিযুক্ত করে নিজ থানা গোবিন্দগঞ্জে লিখিত অভিযোগ দিয়েছে।
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুরে উত্তরপাড়া গ্রামের আ. মজিদ শেখের ছেলে ছামছুল শেখের সাথে বিগত ৫ মাস পূর্বে অভিযুক্ত জনি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে সংসার করতে অনীহা দেখায় এবং বিভিন্ন হুমকি দেওয়ার পাশাপাশি বেপরোয়া চলাফেরা শুরু করে। এক পর্যায়ে গত ১৮ জুন ২০২৫, সন্ধ্যায় নিজের কাপড়-চোপড়, গহনা নিয়ে বাবার বাড়িতে চলে যায়।
ঘটনার দিন স্ত্রী তার বাবার বাড়ি থেকে জামাইকে মোবাইল ফোনে ডেকে নেয়। পরে বাবা-মায়ের কু-পরামর্শে দুই ভাইকে নিয়ে জামাইকে বাড়ির পাশে একটি স্কুলের কক্ষে আটকে রেখে বেধরক পেটায়। এসময় অজ্ঞান অবস্থায় তাকে ফেলে রেখে সবাই পালায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।