বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
01 Aug 2025 03:05 pm
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বগুড়ার শিবগঞ্জে ২৩ বছর আগে কৃষক আনায়ারুল ইসলাম হত্যা মামলার রায়ে আজিজুর রহমান (৬২) নামের এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত।একইসাথে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদÐ দেয়া হয়েছে তাকে। বুধবার দুপুর ২টায় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিচারক রাজু আহমেদ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দÐিত আসামিকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১ জুন রাত সাড়ে ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে জমি নিয়ে বিরোধের জের ধরে আনায়ারুল ইসলামকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামি আজিজুর রহমান। ঘটনার পরপরই স্থানীয় জনতা অস্ত্রসহ আটক করে আজিজুরকে পুলিশে সোপর্দ করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়ার নানা সময়ে আসামি জামিনে থাকলেও শেষ পর্যন্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
মামলার ১৬ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আজিজুর রহমানকে যাবজ্জীবন কারাদÐের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন। এ জরিমানার মধ্যে ৯০ হাজার টাকা নিহতের পরিবারকে এবং ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ দেন আদালত।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজাদ হোসেন তালুকদার বলেন, দীর্ঘদিন পর এই রায়ে ভুক্তভোগী পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।