বুধবার, ২৩ জুলাই, ২০২৫
01 Aug 2025 02:42 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ) দুপুর ১ টার দিকে বকশীগঞ্জ এলাকার সীমার পাড় জেলখানা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু তানহা আক্তার সীমার পাড় জেলখানা রোডের জালাল উদ্দিনের মেয়ে।এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি )খন্দকার শাকের আহমেদ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিশুটির মা লাকী বেগম তানহাকে বাড়িতে রেখে স্থানীয় একটি মুদি দোকানে কেনাকাটার জন্য যায়।মায়ের পেছনে পেছনে শিশু তানহাও মুদি দোকানের দিকে যান। রাস্তায় পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামীর অটোরিকশা তানহাকে সজোরে ধাক্কা দেয়।
এতে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানহাকে মৃত ঘোষণা করেন।
শিশু তানহার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।