মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
01 Aug 2025 02:16 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দু রকানীপিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে জুলাই পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।দুই হজার শহিদ ও৫০ হাজর আহত মানুষের ত্যাগের বিনিময় এই সরকার মানুষের আশা আঙ্খার কথা মাথায় রাখতে হবে।সংস্কার ও ফ্যাসিসের বিচারের আগে এদেশে আমরা কেন নির্বাচন চাইনা। তার প্রমান আজ মুষলধারে বৃষ্টির মাঝে জনগণের অংশগ্রহণ।
বাংলাদেশ নাগরিক পার্টি (NCP) এর উদ্যোগে সারা দেশব্যাপী ঘোষিত পদযাত্রার অংশ হিসেবে বরিশাল বিভাগীয় পদযাত্রা ১৩ জুলাই (শনিবার) পিরোজপুর শহরে শহিদ মিনারে পথ সভায় এই কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।পদযাত্রাটি সিও অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের শহীদ মিনার চত্বরে এসে পথসভায় পরনিত হয়।পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান সরকারের সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম আরও বলেন
জুলাই মাস এখনও শেষ হয়নি,কিন্তু পিরোজপুরবাসী ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও আমাদের পাশে দাঁড়িয়েছে। এর আগেও তারা ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশ নিয়েছিল।এবারও চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।এ সরকার দাঁড়িয়ে আছে দুই হাজার শহিদ ও ৫০ হাজার আহত মানুষের রক্তের ওপর—এ সত্য ভুলে গেলে চলবে না।”তিনি আরও বলেন, “সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
সভায় আরও বক্তব্য দেন ডা. তাসনিম জারা, মশিউর রহমান, সামান্তা শারমিনসহ জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ পথসভায় অংশ নেন এবং নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।