বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 05:47 pm
![]() |
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বগুড়া শহীদ তারেক সংঘের আগামী ২ বছরের জন্য সভাপতি খাজা আবু হায়াত হিরু ও সেক্রেটারী আমিনুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
গত সোমবার রাতে কাটনারপাড়া ক্লাব মিলনায়তনে সংগঠনের উপদেস্টা রওশন মোস্তফা রিপনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ্যাডভোকেট সানাউল হক চিনু, শাহীনুল ইসলাম শাহীন, ময়নুল ইসলাম স্বপন, জুবের হাসান সুভেন, কামরুল ইসলাম, আবু সাঈদ, মনিরুজ্জামান মনি প্রমুখ।