শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:32 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, দ্বীন ও ইসলামের সকল ভাল কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ওরশ মাহফিলের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জন করে তা আমাদেরকে আমল করতে হবে। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালাকে রাজি খুশি করতে আমাদেরকে এবাদত বন্দিগীতে মসগুল হতে হবে।
বৃহস্পতিবার রাতে বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের নলডুবি সৈয়দ মোকারম কালমির মাজারে ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন মাওঃ মো. ইদ্রিস আলী।
ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, প্রচার সম্পাদক শফিক তালুকদার, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কালাই ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান খান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, বিএনপিনেতা ও কালাই ইউ পি সদস্য আব্দুল হাই গনি, পাইকড় ইউনিয়ন বিএনপিনেতা বদিউজ্জামান তাপস, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবয়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গেফারী সহ হাজার হাজার পীরের ভক্তবৃন্দ।