শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:37 am
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে পুকুর থেকে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুর (দক্ষিনপাড়া) নলেয়া নদীর পাশে জনৈক মিজানুর রহমানের পুকুর থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তে চেষ্টা করছে পুলিশ।তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারনা করা হচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার ভোরে ওই অজ্ঞাত ব্যাক্তি এনায়েতপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মিজানুর রহমানের পুকুরে নামতে দেখে পুকুর দেখা শোনার দায়িতরত্ব আবুল হোসেন (৭০)। তিনি একাধিক বার নিষেধ করলেও ওই পুকুরে নেমে পড়ে।এক পর্যায়ে গভীর পানির নিচে তলিয়ে যায়।
বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা পুকুরে নেমে অনেক খোঁজাখোজি করে ঘন্টা খানিক পর সকালে লাশটির সন্ধান পাওয়া যায়। পরে থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী লাবলু মিয়া জানান, আবুল হোসেন আমাদের জানালে আমরা পুকুরে নেমে অনেক খোঁজাখুজির পর পুকুরের মাঝখানে লাশটি পাই।
পুকুরের তত্ত¡াধায়ক আবুল হোসেন বলেন, ভোরে একব্যাক্তিকে পুকুরে নামতে দেখে আমি বারবার মানা করি তবুও তিনি আমার কথা শোনে নাই।এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে দেখে আমি পাড়ার লোকজনকে জানাই।তারা এসে পুকুরে নেমে খুঁজতে থাকে পরে মৃত. অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, সকালে ফোনের মাধ্যমে জনাতে পেরে সকালে ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে সিআইডির সহায়তা নিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর