শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:36 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ১২০পিস নেশার এ্যাম্পুল ইনজেকশনসহ ইমরান হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর শারীব এগ্রো ফার্মের সামনে উল্লেখিতি পরিমান এ্যাম্পুলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল শুক্রবার সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের পূর্ব পাশে শারীব এগ্রো ফার্মের সামনে মাদক বিরোধী চেকপোস্ট বসানো হয়। দুপুর ১টার দিকে বগুড়াগামী একটি সিএনজি তল্লাশি করা কালে সিএনজি যাত্রী ইমরান হোসেনের প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য ১২০পিস নেশার এ্যাম্পুল ইনজেকশন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি