রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 03:08 pm
![]() |
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:-পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননি গোপাল রায়ের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল,শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননি গোপাল রায়। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি খান নাছির উদ্দিন, সাবেক সভাপতি এম আহসানুল ছগীর, আজাদ হোসেন বাচ্চু, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাংবাদিক হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম শাহিদ,আল আমিন হোসেন, এইচ এম বাশার, কে এম শামিম রেজা, নাছরুল্লা আল কাফি,আরিফুল ইসলাম, রাজু শিকদারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
সভায় ডা. ননি গোপাল রায় হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জানান,বর্তমান জনবল সংকটে হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ১০ জন চিকিৎসকের স্থলে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪ জন। নার্সের সংখ্যা ২৯ জন থাকলেও কর্মরত আছেন ২৭ জন। ৩য় শ্রেণির কর্মচারী ১৩ জনের স্থলে আছেন ৪ জন এবং ৪র্থ শ্রেণির কর্মচারী ১৫ জনের স্থলে মাত্র ৯ জন রয়েছেন।
তিনি আরও বলেন, এসব সংকট নিয়ে স্বাস্থ্যসেবা খুড়িয়ে খুড়িয়ে চলছে।লক্ষাধিক জনসংখ্যার এই উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।